বাসস দেশ-৮ : জেলেদের জন্য ২৪ হাজার ১০৩ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার

108

বাসস দেশ-৮
জেলে-চাল-বরাদ্দ
জেলেদের জন্য ২৪ হাজার ১০৩ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার
ঢাকা, ১৬ এপ্রিল, ২০২০ (বাসস): জাটকা আহরণ নিষিদ্ধকালীন সময়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলেদের জন্য ২৪ হাজার ১০৩.০৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে সরকার।
২০১৯-২০২০ অর্থবছরে ২য় ধাপে দেশের ২০টি জেলার জাটকা সম্পৃক্ত ৯৬টি উপজেলায় জাটকা আহরণে বিরত থাকা ৩ লাখ ১ হাজার ২৮৮টি জেলে পরিবারের জন্য এই চাল বরাদ্দ করা হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরী প্রদান করেছে। ভিজিএফ চাল ৭মে মধ্যে যথানিয়মে উত্তোলন ও সংশ্লিষ্টদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এর আওতায় এপ্রিল-মে দুই মাস প্রতিটি নিবন্ধিত জেলে পরিবারকে মাসে ৪০ কেজি হারে চাল প্রদান করা হচ্ছে।
এর আগে চলতি অর্থবছরের ফেব্রুয়ারি-মার্চ দুই মাসে একই উপজেলাসমূহে ২ লাখ ৮০ হাজার ৯৬৩টি জেলে পরিবারকে ২২ হাজার ৪৭৭.০৪ মেট্রিক টন ভিজিএফ চাল প্রদান করা হয়েছে।
বাসস/সবি/বিকেডি/১৫৩৫/-আসাচৌ