বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মার্কিন তহবিল প্রদান বন্ধে চীনের গভীর উদ্বেগ

316

বেইজিং, ১৫ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। চীন বুধবার এ উদ্বেগ প্রকাশ করে করোনা সংকট কালে দায়িত্ব পরিপূর্ণভাবে পালনে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার করোনা সংকট মোকাবেলায় অব্যবস্থাপনা ও ভুল তথ্য সরবরাহের জন্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা ও একে চীনাঘেঁষা হিসেবে উল্লেখ করে তহবিল বন্ধের নির্দেশ দেন।
এ প্রেক্ষাপটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তহবিল বন্ধে মার্কিন ঘোষণায় চীন গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি বলেন, বৈশ্বিক মহামারি পরিস্থিতি খুবই মারাত্মক। এটি খুবই সংকটকালীন সময়। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সক্ষমতাকে দূর্বল এবং মহামারির বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতাকে খাটো করবে।
ঝাও বলেন, আমরা মহামারির বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন আন্তর্জাতিক পদক্ষেপে সমর্থন এবং দায় দায়িত্ব পরিপূর্ণভাবে পালনে যুক্তরাষ্ট্রের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি।