কার্ডের মাধ্যমে ওএমএসের ১০ টাকা কেজি চাল দেবার নির্দেশ

388

ঢাকা, ১৫ এপ্রিল, ২০২০ (বাসস) : দরিদ্র ও নিম্নবিত্তদের অন্তর্ভুক্ত করে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ওএমএসের ১০ টাকা কেজি চাল দেবার নির্দেশ দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে যাদের নামে খাদ্যবান্ধব কর্মসূচির কোন কার্ড নেই তাদের ওএমএস এর আওতায় আনতে জেলা প্রশাসকদের কাছে খাদ্য মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ইতোপূর্বে যারা ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত রয়েছেন তাদেরকে এ তালিকার বাইরে রেখে যাদের কার্ড নেই এমন দরিদ্র ও নিম্নবিত্তদের নামে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে মাসিক ২০ কেজি বা পাক্ষিক ১০ কেজি করে চাল করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করতে হবে।