বাসস ক্রীড়া-১০ : মাতৃভূমিতে চিকিৎসা সরঞ্জামাদি পাঠালেন জিদান

106

বাসস ক্রীড়া-১০
ফুটবল-জিদান
মাতৃভূমিতে চিকিৎসা সরঞ্জামাদি পাঠালেন জিদান
আলজেরিয়া, ১৫ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শমিল হতে নিজ মাতৃভূমি আলজেরিয়াতে চিকিৎসা সরঞ্জামাদি পাঠালেন ফ্রান্সের সাবেক ফুটবল তারকা জিনেদিন জিদান।
নিজের দাতব্য সংস্থার মাধ্যমে আলজেরিয়ার বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জামাদি পাঠিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ জিদান।
সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় কিট, ভেন্টিলেটর, মনিটর এবং অন্যান্য মেডিকেল সরঞ্জামাদি সেখানে পাঠানোর হয়েছে। দাতব্য সংস্থাটি মালিক জিদান ও তার বাবা।
১৯৭২ সালে ফ্রান্সের মার্শেইতে জন্ম গ্রহণ করেন জিদান। তার জন্মের পর আলজেরিয়ার বেজাইয়া প্রদেশ চলে যায় তার পরিবার। সেখানে বেশ কয়েক বছর ছিলেন জিদানের পরিবার। সেখানে বেশ কয়েক বছর কাটানোর পর আবারো ফ্রান্সে ফিরে আসেন তিনি।
১৯৮৮ সাল থেকে ফ্রান্সের যুব দলে খেলা শুরু করেন জিদান। ১৯৯৪ সালে জাতীয় দলে ডাক পান তিনি। ২০০৬ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেন ৪৭ বছর বয়সী জিদান। ফরাসিদের হয়ে ১০৮ ম্যাচে ৩১টি গোল করেছেন তিনি। ১৯৯৮ সালে প্রথম বিশ্বকাপ ফুটবল জিতে ফ্রান্স। ঐ দলের সদস্য ছিলেন জিদান।
বাসস/এএমটি/১৮৪৮/স্বব