বাসস ক্রীড়া-৯ : ভারতকে ছাড়াই পাকিস্তানের ক্রিকেট বেঁচে থাকবে : মানি

103

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-পিসিবি
ভারতকে ছাড়াই পাকিস্তানের ক্রিকেট বেঁচে থাকবে : মানি
করাচি, ১৫ এপ্রিল ২০২০ (বাসস) : চিরপ্রতিন্দ্বন্দি ভারতকে ছাড়াই পাকিস্তানের ক্রিকেট বেঁচে থাকবে বলে মন্তব্য করলেন দেশটির বোর্ড সভাপতি এহসান মানি। তিনি আরও জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাথে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) চুক্তিতে স্বাক্ষর হওয়ার পর সেটা রক্ষা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইসিসির এফটিপি অনুসারে দু’দেশের মধ্যকার ক্রিকেটসূচি বাস্তবায়িত না হওয়ায় পাকিস্তানের ক্রিকেট সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।
তাই ক্ষোভ নিয়ে পিসিবির মিডিয়া ডিপার্টমেন্টের মাধ্যমে দেয়া এক অডিও বার্তায় মানি বলেন, ‘ভারত আমাদের সাথে না খেলার কারনে আমাদের অনেক ক্ষতি ঠিকই হয়েছে। কিন্তু এখন আর ভারতকে নিয়ে আমরা ভাবছি না। আমাদের চিন্তা বা পরিকল্পনা, কোন কিছুতেই ভারত নেই। তাদেরকে ছাড়াই আমাদের ক্রিকেট বেঁচে থাকবে এবং আমাদের ক্রিকেট টিকিয়ে রাখার জন্য ভারতের কোনো প্রয়োজন নেই। আমাদের ক্রিকেট এখন অনেক ভালো অবস্থায়। বিশ্বের সবদেশের খেলোয়াড়রা এখানে খেলতে আসে। ভবিষ্যতে দ্বিপাক্ষীক সিরিজও খেলতে অনেক দেশ আসবে।’
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থদের সাহায্যে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানে শোয়েব আখতার। তাতে ভারতের অনেক সাবেক খেলোয়াড়ই মনে করেন, কোনভাবেই পাকিস্তানের সাথে দ্বিপাক্ষীক সিরিজ সম্ভব নয়। আবার এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যাবার অনিচ্ছা ইতোমধ্যে জানিয়ে রেখেছে ভারত। তাই সবকিছু বিবেচনায় পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, ভারতকে ছাড়াই সামনের দিকে এগিয়ে যাবেন তারা। এছাড়া ভারত অতীতে কথা দিয়ে কথা না রাখার উদাহরনও তুলে ধরেন মানি, ‘যদি ভারত আমাদের সাথে না খেলে। তবে আমাদেরকেও তাদের ছাড়াই চলতে হবে এবং ভিন্ন কোনো পরিকল্পনা করতে হবে। একবার নয়, দু’বার তারা আমাদের সাথে খেলবে বলে কয়েকবারই কথা দিয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত তারা কথা রাখেনি।
২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকেই পাকিস্তানের সাথে দ্বিপাক্ষীক সিরিজ খেলছে না ভারত। আইসিসি বা এশিয়া কাপের দেখা হয় তাদের। মানি মনে করেন, যেভাবে খেলা হচ্ছে সেটাই যথেষ্ট। রাজনীতির সাথে ক্রিকেটকে মেশাতে চান না মানি, ‘আমরা এখন শুধুমাত্র আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপেই তাদের সাথে খেলছি। এটাই যথেষ্ট। কারণ, আমরা ক্রিকেট খেলতে চাই। আমরা সব সময়ই রাজনীতি এবং খেলাকে আলাদা রাখত চাই।’
বাসস/এএমটি/১৮০৯/স্বব