বাসস ক্রীড়া-৮ : করোনাকে পরাজিত করে হাসপাতাল ছাড়লেন ফেলাইনি

99

বাসস ক্রীড়া-৮
ফুটবল-ফেলাইনি
করোনাকে পরাজিত করে হাসপাতাল ছাড়লেন ফেলাইনি
চীন, ১৫ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের বিপক্ষে লড়াই করে তিন সপ্তাহ পর হাসপাতাল ছাড়লেন বেলজিয়ান মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি।
চাইনিজ সুপার লিগের ক্লাব শ্যানডং লুনেং-এ খেলেন ফেলাইনি। চীনে করোনার প্রভাব ছড়িয়ে পড়ার পর গত ২২ মার্চ ফেলাইনি আক্রান্ত হন। এরপর চীনের জিনান শহরের স্থানীয় একটি হাসপাতালে তিন সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন ফেলাইনি। চিকিৎসা শেষে পুরোপুরি সেরে ওঠেছেন তিনি।
হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন ফেলাইনি। তবে হাসপাতাল ছাড়লেও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। এটি চিকিৎসকদের পরামর্শ। চাইনিজ সুপার লিগে খেলা একমাত্র করোনা আক্রান্ত ফুটবলার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড় ফেলাইনি।
গত ফেব্রুয়ারিতে ১০ দশমিক ৪ মিলিয়ন পাউন্ডে চাইনিজ লিগের ক্লাব শ্যানডং লুনেং-এ যোগ দেন ফেলাইনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে ১২ গোল করেছেন তিনি।
বাসস/এএমটি/১৮০০/স্বব