বাসস ক্রীড়া-৭ : মে-জুনের সকল টুর্নামেন্টও স্থগিত করল এএফসি

96

বাসস ক্রীড়া-৭
ফুটবল-এএফসি
মে-জুনের সকল টুর্নামেন্টও স্থগিত করল এএফসি
কুয়ালালামপুর, ১৫ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে মে-জুন মাসের সকল ফুটবল টুর্নামেন্ট স্থগিত করল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। মঙ্গলবার এ সিদ্ধান্ত জানিয়েছে সংস্থাটির পরিচালনা পর্ষদ।
এক বিবৃতিতে এএফসি জানায়, ‘করোনাভাইরাসে পুরো বিশ্ব এখন আতঙ্কে রয়েছে। এ অবস্থায় প্রতিরোধমূলক ব্যবস্থা এবং বিভিন্ন দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞায় মে ও জুন মাসের সকল ফুটবল ম্যাচ ও প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
২০২০ এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপের গ্রুপ পর্ব সমাপ্ত করার উপায় বের করতে সদস্য দেশগুলোর সঙ্গে ভিডিও কনফাররেন্সের মাধ্যমে আলোচনা চালিয়ে যাবে বলে জানায় এএফসি।
তারা আরও জানায়, ‘২০২০ এএফসি চ্যাম্পিয়নস লিগ ও এএফসি কাপের গ্রুপ পর্ব সমাপ্ত করতে হবে। এই মূর্হুতে কোনভাবেই মাঠে খেলা শুরু করা সম্ভব নয়। তবে আমরা বিকল্প পথ বের করতে চেষ্টা করবো।’
করোনাভাইরাসের কারনে গত ফেব্রুয়ারি থেকেই বিশ্বের সকল ক্রীড়া ইভেন্ট বন্ধ হয়ে আছে।
বাসস/এএমটি/১৭৫৮/স্বব