বাসস বিদেশ-৮ : ডব্লিউটিআই গ্রেডের তেলের দাম ১৮ বছরের মধ্যে সর্বনিম্নে

108

বাসস বিদেশ-৮
জ্বালানি-তেল মূল্য-সর্বনিম্ন
ডব্লিউটিআই গ্রেডের তেলের দাম ১৮ বছরের মধ্যে সর্বনিম্নে
লন্ডন, ১৫ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) বিশেষ গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য বুধবার ২০০২ সালের পরে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। করোনা মহামারির কারণে জ্বালানি তেলের চাহিদার ব্যাপক ধস নামার পরিস্থিতি সামলাতে সরবরাহকারীদের উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত পর্যাপ্ত নয়। ডব্লিউটিআই গ্রেডের তেলের দাম কমে ব্যারেল প্রতি মূল্য ১৯.২০ ডলার এবং ব্রেন্ড নর্থ সি গ্রেডের তেলের দাম কমে ব্যারেল প্রতি ২৮.৩৮ ডলারে দাঁড়িয়েছে।
বাসস/এএফপি/অনু-এমএবি/১৬৫৫/-আসাচৌ