বাসস ক্রীড়া-৫ : আগামী এক বছর ক্রিকেট অসম্ভব : শোয়েব

127

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-আকতার
আগামী এক বছর ক্রিকেট অসম্ভব : শোয়েব
করাচি, ১৫ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের থমকে আছে বিশ্ব। বিশ্ব ক্রীড়াঙ্গনও থমকে আছে। ক্রিকেট-ফুটবল-টেনিসসহ অলিম্পিকও বাতিল হয়ে গেছে। আর দিন দিন করোনাভাইরাসের সংক্রমন যেভাবে বাড়ছে, তাতে আগামী এক বছর ক্রিকেট সম্ভব নয় বলে মন্তব্য করলেন পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আকতার।
সম্প্রতি করোনাভাইরাসের বিরুদ্ধে তহবিল গঠনের জন্য ভারত ও পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিলেন শোয়েব। তার এই প্রস্তাবে পাল্টা আক্রমন করেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। কপিল বলেছিলেন, আগামী ছ’মাসের মধ্যে ক্রিকেট খেলার উচিত হবে না। এখন শোয়েবই ভারতের কপিলের সুরে কথা বলছেন।
শোয়েব বলেন, ‘করোনাভাইরাসের কারনে বিশ্বের অনেক সিরিজ, টুর্নামেন্ট-ইভেন্ট স্থগিত হয়ে গেছে। আমার মনে হয়, আগামী এক বছর ক্রিকেট হওয়ার কোনও সম্ভাবনাই নেই। টি-২০ বিশ্বকাপও হবে না বলেই মনে হচ্ছে।’
বিশ্বের সকলেই ক্রিকেট দেখার জন্য মুখিয়ে আছে। এমনকি খেলোয়াড়রাও। বিশ্বের সকলই সুন্দর পৃথিবীর প্রত্যাশায় বলে জানান শোয়েব, ‘এটি আমাদের জন্য খুবই কষ্টদায়ক সময়। ক্রিকেটসহ সকল খেলাধুলাই বন্ধ। মাঠে নামার জন্য সবাই মুখিয়ে আছে। শুধুমাত্র খেলোয়াড়রাই নন, বিশ্বের সকল মানুষই এখন গৃহবন্দি। সবাই সুন্দর পৃথিবীর প্রত্যাশায়।’
ক্রিকেটের অনেকগুলো সিরিজ স্থগিত হয়েছে, ভবিষ্যতেও আরও কিছু সিরিজও বাতিল হবে। ক্রিকেট মাঠের লড়াইগুলো মিস করছেন তিনি, ‘মনে হচ্ছে, দীর্ঘদিন হলো ক্রিকেট খেলা দেখি না। ক্রিকেট খেলাকে মিস করছি।’
তবে যাই হোক না, সকলেই নিরাপদই আসল বলে মনে করেন শোয়েব, ‘প্রতিদিই করোনাভাইরাসে হাজার-হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারাও যাচ্ছেন। এই অবস্থায় সকলের নিরাপদ জরুরি।’
বাসস/এএমটি/১০০০/স্বব