বর্ষবরণ অনুষ্ঠান বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচার

1030

ঢাকা, ১৪ এপ্রিল, ২০২০(বাসস) : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত বর্ষবরণ অনুষ্ঠান ‘এসো হে বৈশাখ’ বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে।
করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধে দেশব্যাপী চলমান লকডাউন পরিস্থিতিতে জনসমাগম পরিহারের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে বসে ডিজিটাল পদ্ধতিতে বাংলা নববর্ষ ১৪২৭ উদযাপনের নির্দেশনা দিয়েছেন। সে মোতাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ঘরে বসে নব-বর্ষ উদযাপনের লক্ষ্যে প্রায় এক ঘন্টার ‘এসো হে বৈশাখ’ শীর্ষক বর্ষবরণ অনুষ্ঠান নির্মাণ করে। আজ সকাল সাড়ে ৮টা থেকে বিটিভিসহ বেশিরভাগ বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচারিত হয়।
বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ শীর্ষক দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এরপর একে একে রেজওয়ানা চৌধুরী বন্যা রজনীকান্ত সেনের ‘তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ এবং ইয়াসমিন মুশতারী নজরুল সংগীত ‘মৃত্যু নাই- নাই দুঃখ, আছে শুধু প্রাণ’ পরিবেশন করেন।
সৈয়দ শামসুল হকের কবিতা ‘আমার পরিচয়’ আবৃত্তি করে শোনান আসাদুজ্জামান নূর এমপি।
সাদী মোহাম্মদের কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘সকাতরে ওই কাঁদিছে সকলে শোনো শোনো পিতা’ পরিবেশনের পর সামিনা চৌধুরী গেয়ে শোনান দ্বিজেন্দ্রলাল রায়ের ‘আজি নূতন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও’ গানটি।
সবশেষে বাউল শিল্পী শফি মন্ডল পরিবেশন করেন জনপ্রিয় গান ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’।