করোনার মধ্যে ক্যানসারের বিপক্ষে জিতলেন ভিয়াল্লি

267

রোম, ১৪ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে পুরো বিশ্ব। করোনাভাইরাসে প্রভাবে ইতালিতে অবস্থা ভয়াবহ। এ অবস্থাতেও মরণব্যাধি ক্যান্সারের বিপক্ষে জিতলেন ইতালি ফুটবল দলের সাবেক স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়াল্লি।
২০১৮ সালে ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠলেও, আবারো এই মরণব্যাধি অসুখ ভিয়াল্লির শরীরে বাসা বাধে। আবারো ক্যান্সারের বিপক্ষে লড়াই শুরু করেন তিনি।
অবশেষে ১৭ মাসের পর ক্যানসার থেকে পুরোপুরি সেরে উঠেছেন নিজেই জানিয়েছে ৫৫ বছর বয়সী ভিয়াল্লি।
ইতালির হয়ে ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপ খেলেছে ভিয়াল্লি। খেলোয়াড়ি জীবন শেষে কোচের দায়িত্ব পালনও করেছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান লিগের বেশক’টি দলের কোচও ছিলেন ভিয়াল্লি।