উত্তর কোরিয়া জাপান সাগরে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে : দক্ষিণ কোরিয়া

329

সিউল, ১৪ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : উত্তর কোরিয়া মঙ্গলবার পূর্ব সাগর হিসেবে পরিচিত জাপান সাগরে বেশ কয়েকটি সন্দেহজনক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ কথা জানায়।
জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, ধারণা করা হচ্ছে দেশটির পূর্বাংশে মুনচুন থেকে বিভিন্ন অভিক্ষেপে ‘স্বল্প পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়।
পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়া সাম্প্রতিক বছরগুলোতে বারবার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র পৃথিবীর বায়ুমন্ডলের উচ্চতায় এমনকি স্পেসে নিক্ষেপ করে মাধ্যাকর্ষণ বলের সমর্থনে গতি বাড়িয়ে লক্ষ্যবস্তুর দিকে ধাবিত করেছে।
বিপরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপৃষ্ঠ থেকে কম উচ্চতায় নিক্ষেপ করে কখনো কখনো তা কয়েক মিটার উপর দিয়ে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়।এরফলে এসব ক্ষেপণাস্ত্র সনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
“দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কতৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে বিশ্লেষণ করছেন” বলে জেসিএস’র বিবৃতিতে বলা হয়।