বাসস ক্রীড়া-৮ : করোনাভাইরাসে মারা গেলেন পাকিস্তানের সরফরাজ

125

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-জাফর সরফরাজ
করোনাভাইরাসে মারা গেলেন পাকিস্তানের সরফরাজ
করাচি, ১৪ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে মারা গেলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সরফরাজ। পরিস্থিতির অবনতি হওয়ায় গত তিন দিন আইসিইউ’তে ভেন্টিলেটর দেওয়া হচ্ছিল তাকে। কিন্তু শেষমেষ করোনাভাইরাসের কাছে হার মানলেন সরফরাজ।
১৯৮৮ সালে পেশাদার ক্রিকেটার ক্যারিয়ার শুরু হয় সরফরাজের। ১৯৯৪ সালে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন তিনি। পেশোয়ারের হয়ে ১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৬১৬ রান।
ক্রিকেট ক্যারিয়ার শেষে পেশোয়ার অনূর্ধ্ব-১৯ ও সিনিয়র দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন সরফরাজ।
বাসস/এএমটি/১৮৩০/স্বব