ইতালিতে করোনায় মৃত্যু ২০ হাজার ছাড়িয়েছে

366

রোম, ১৪ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ইতালিতে মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা সোমবার ২০ হাজার ছাড়িয়েছে। তবে দেশটিতে পর পর ১০ দিন গুরুতর আক্রান্ত রোগীর সংখ্যা কমে গেছে। খবর
এএফপি’র।
বেসামরিক সুরক্ষা সংস্থা জানায়, ইতালিতে করোনাভাইরাসে নতুন করে ৫৬৬ জনেরমৃত্যু হয়েছে। এ নিয়েদেশটিতে মোট মৃতেরসংখ্যা বেড়ে ২০ হাজার ৪৬৫ জনে দাঁড়ালো। সরকারি হিসাব অনুযায়ী, এখানে করোনা ভাইরাসে মৃতেরসংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকায় যুক্তরাষ্ট্রের পেছনে চলে এসেছে দেশটি। এর আগে বিশ্বের শীর্ষে থাকাইতালির অবস্থান বর্তমানে দ্বিতীয়।
গত ৩ এপ্রিল আইসিইউতে ভর্তি থাকা সর্বোচ্চ ৪ হাজার ৬৮ থেকে রোগীরসংখ্যাকমে সোমবার ৩ হাজার ২৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যদিয়ে দেশটির কোভিড-১৯ ভাইরাসের চরম থাবা থেকে বেরিয়ে আসার লক্ষণ দেখা যাচ্ছে। নতুন আক্রান্তের সংখ্যা আগের তুলনায় ২ শতাংশ হ্রাস পেয়েছে। ভুমধ্যসাগরীয় এ দেশ গত সপ্তাহে আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে।
চিকিৎসকদেরপরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হলেও ব্যবসায়ীরা লকডাউনের মেয়াদ বাড়ানোর বিরোধিতাকরেন। এরফলে দেশটির জনগনকে আরো ৩ সপ্তাহ তাদের ঘরেবন্দি থাকতে হবে।
আইএসএসজনস্বাস্থ্য প্রতিষ্ঠানের গিওভানি রেজা বলেন, ‘ইতালিতেব র্তমানে মৃতের সংখ্যা বেশি হলেও এক্ষেত্রে লকডাউন পালনের ইতিবাচক লক্ষণ দেখাযাচ্ছে।’
ইতালি মঙ্গলবার পরীক্ষামূলকভাবে কিছু বইয়ের দোকানও লন্ড্রী ফের খুলে দেবে। লোকেরা নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছে কিনা তা দেখতেই এ পদেেক্ষপ নেয়াহচ্ছে। ইতালির কেন্দ্রীয় ব্যাংকের গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত এক জরিপে সোমবার বলা হয়, দুই মাসের শাটডানে দেশের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সর্বোচ্চ ১১ শতাংশকমে যেতেপারে।