বাসস বিদেশ-৯ : স্পেনে করোনায় মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে

118

বাসস বিদেশ-৯
ভাইরাস-স্পেন-মৃত্যু
স্পেনে করোনায় মৃতের সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে
মাদ্রিদ, ১৪ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : স্পেনে মহামারি করোনাভাইরাসে মঙ্গলবার আরো ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে গতকাল মৃতের সংখ্যা হ্রাস পাওয়ার পর আজ এ সংখ্যা সামান্য বৃদ্ধি পেয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ১৮ হাজার ৫৬ জনে দাঁড়ালো। সরকারি হিসাব অনুযায়ী, করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে বিশ্বে স্পেন তৃতীয় অবস্থানে রয়েছে। এক্ষেত্রে বিশ্বের প্রথম স্থানে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। খবর এএফপি’র।
ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা ১.৮ শতাংশ বেড়ে মোট ১ লাখ ৭২ হাজার ৫৪১ জনে দাঁড়িয়েছে। এ ভাইরাস ছড়িয়ে পড়া রোধে গত ১৪ মার্চ থেকে দেশব্যাপী লকডাউন চলছে।
বাসস/এমএজেড/১৮০৫/-জেহক