চসিকে এনআরবি ব্যাংকের অ্যাম্বুলেন্স হস্তান্তর

512

চট্টগ্রাম, ১৪ এপ্রিল, ২০২০ (বাসস) : সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনাসহ অন্যান্য মুমূর্ষু রোগীদের হাসপাতালে আনা-নেয়ার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) অ্যাম্বুলেন্স দিয়েছে এনআরবি ব্যাংক লিমিটেড।
সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন এনআরবি ব্যাংক লিমিটেড ও আর নিজাম রোড শাখার প্রধান সরকার মেহেদী রেজা।
এ সময় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশের লকডাউন মূহূর্তে করোনাসহ অন্যান্য মুমূর্ষ রোগীদের হাসপাতালে আনা-নেয়ার জন্য এটি চট্টগ্রামবাসীর জন্য খুবই কার্যকর হবে। এমন দুঃসময়ে মানবতার সেবায় এগিয়ে আসার জন্য ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মেয়র।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরী, প্রধান হিসাব নিরক্ষক মোহাম্মদ সাইফুদ্দিন,এনআরবি ব্যাংকের এরিয়া হেড মোহাম্মেদ তারিক উজ জামান ও চট্টগ্রাম প্রধান শাখার ব্যবস্থাপক কাজী আশরাফুল আজিম উপস্থিত ছিলেন।