রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৫৫৮

357

মস্কো, ১৩ এপ্রিল, ২০২০(বাসস ডেস্ক) : রাশিয়ায় গত ২৪ ঘন্টায় নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৫৫৮ জন। এ নিয়ে দেশটির ৮২টি অঞ্চলে মোট করোনা রোগী দাঁড়িয়েছে ১৮,৩২৮ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১,৪৭০ জন। মারা গেছে ১৪৮ জন।
দেশটির করোনাভাইরাস সংকট মোকাবেলা কেন্দ্র সোমবার এসব তথ্য জানিয়েছে।
কেন্দ্রটি আরো জানায়, রাশিয়ার ৮২টি অঞ্চলে ১৮,৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ১৭৯ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। সুস্থ হয়েছে মোট ১,৪৭০ জন। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছে ১৮ জন।
এদিকে রাজধানী মস্কোয় ১,৩৫৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাজধানীতে করোনায় আক্রান্তের সংখ্যা ১১,৫০০ ছাড়িয়েছে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনা কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উহানে অজ্ঞাত নিউমোনিয়ায় মানুষের আক্রান্ত হয়ে মারা যাওয়ার কথা জানায়। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস থেকে সৃষ্ট এই রোগকে কোভিড ১৯ নামে শনাক্ত করে। কোভিড ১৯ এখন প্রায় পুরো বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে।
চলতি বছরে ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারি হিসেবে ঘোষণা করে।