বাসস ক্রীড়া-৭ : কোহলিকে ছাড়িয়ে যাবে বাবর : রাজা

148

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-রাজা
কোহলিকে ছাড়িয়ে যাবে বাবর : রাজা
করাচি, ১৩ এপ্রিল ২০২০ (বাসস) : এই মূর্হুতে বিশ্বসেরা তিন ব্যাটসম্যানের মধ্যে অনায়াসেই আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কোহলি যে গতিতে ছুটছেন ভবিষ্যতে বিশ্বের আরেক সেরা সাবেক ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন বলে অনেকেই ভবিষ্যদ্বাণী করে রেখেছেন। কিন্তু কোহলি যে উচ্চতাতেই পৌঁছান না-কেন, ভারত অধিনায়ককে টপকে যাবেন পাকিস্তানের টি-২০ অধিনায়ক বাবর আজম, এমনটাই জানালেন দেশটির সাবেক খেলোয়াড় রমিজ রাজা।
তিনি বলেন, ‘অল্প কিছু দিনেই বিশ্বসেরাদের মধ্যে একজন হয়ে গেছে বাবর আজম। নিজের প্রতিভা সে দেখিয়েছে। ভবিষ্যতে সে অনেক কিছু অর্জন করে ক্যারিয়ার শেষ করবে। অনেক বড় মাপের খেলোয়াড়কে টপকে সেরা খেলোয়াড়ই হবে বাবর।’
ভারতের কোহলিকে টপকে যাবার সামর্থ্য বাবরের আছে বলে জানান রাজা, ‘আকাশ ছোঁয়ার সামর্থ্য আছে বাবরের। এক দিন কোহলিকেও হারিয়ে দিতে পারবে বলে আমার বিশ্বাস। মন থেকে হারের চিন্তা বাদ দিয়ে শুধু রান তোলা ও জেতার চিন্তা করতে পারলেই বিশ্বের সেরা একজন ব্যাটসম্যান হতে পারবে সে।’
তবে বাবরকে আরও ধৈর্য্যশীল হতে হবে বলে জানান রাজা। তিনি বলেন, ‘অবশ্যই তাকে আরও বেশি ধৈর্য্যশীল হতে হবে। এছাড়া তাকে এমন একটা পরিবেশ দিতে হবে, যা তাকে ভালো পারফর্ম করতে উদ্বুদ্ধ করবে প্রতিনিয়ত। এটা না হলে নিজের প্রতিভার সঠিক বিকাশ ঘটাতে পারবে না বাবর।’
পাকিস্তানের টি-২০ দলের অধিনায়ক এখন বাবর। গেল নভেম্বরে অস্ট্রেলিয়া সফর থেকে পাকিস্তানের টি-২০ দলের দায়িত্বে বাবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে পাকিস্তান। তবে গেল জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। দু’টি সিরিজ দিয়েই বাবরের অধিনায়কত্ব বিচার করতে চান না রাজা। তবে সঠিক ব্যক্তির কাছেই পাকিস্তানের দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি, ‘বাবর মাত্রই অধিনায়কত্ব পেল। তবে দলকে সামলানোর সামর্থ্য আছে তার। পাকিস্তানকে ভবিষ্যত ভালো অবস্থায় নিয়ে যাবে সে।’
বাসস/এএমটি/১৭২৫/স্বব