বাসস বিদেশ-৭ : স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণে অস্বীকৃতি এরদোগানের

139

বাসস বিদেশ-৭
এরদোগান-পদত্যাগ
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণে অস্বীকৃতি এরদোগানের
ইস্তাম্বুল, ১৩ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িফ এরদোগান তার স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ পত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন।
দেশব্যাপী আকস্মিক লকডাউন ঘোষণার পর পণ্য কেনার হিড়িক থেকে সৃষ্ট পরিস্থিতির কারণে পদত্যাগের ঘোষণা দিলে রোববার তা গ্রহণে অস্বীকৃতি জানান এরদোগান।
করোনা মোকাবেলায় স্বরাষ্ট্র মন্ত্রীর সুলাইমান সউলো শুক্রবার রাতে মাত্র দুঘন্টার নোটিশে দেশব্যাপী ৪৮ ঘন্টার লকডাউনের ঘোষণা দেন। এতে হাজার হাজার লোক সামাজিক দূরত্ব না মেনেই পণ্য ও খাদ্য সামগ্রী কিনতে বাজারে ভিড় করে।
এ নিয়ে সমালোচনার ঝড় শুরু হলে সউলো বলেন, প্রেসিডেন্টের নির্দেশেই লকডউন ঘোষণা করা হয়েছে। কিন্তু রোববার ৫০ বছর বয়সী স্বরাষ্ট্রমন্ত্রী সব দায়দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।
তবে তার পদত্যাগ পত্র গ্রহণে অস্বীকৃতি জানিয়ে এরদোগান বলেন, তিনি তার কাজ অব্যাহত রাখবেন।
এরদোগানের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের একমাস পর ২০১৬ সালের আগস্টে সউলো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান।
এদিকে রোববার মধ্যরাতে শেষ হওয়া লকডাউন নিয়ে প্রথমদিকে সমালোচনা হলেও পরে জনগণ তা সুন্দরভাবে মেনে চলে।
উল্লেখ্য, তুরস্কে প্রায় ৫৭ হাজার লোক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। মারা গেছে প্রায় ১২শ’ লোক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বাসস/জুনা/১৫৪০/-জেহক