বাসস বিদেশ-৫ : যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৬ জনের মৃত্যু

148

বাসস বিদেশ-৫
যুক্তরাষ্ট্র-আবহাওয়া-মিসিসিপি
যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে ঘূর্ণিঝড়ে কমপক্ষে ৬ জনের মৃত্যু
ওয়াশিংটন, ১৩ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় মিসিসিপি রাজ্যে রোববার শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৬ জন প্রাণ হারিয়েছে। সরকারি কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ ঘূর্ণিঝড়ের আঘাতে রাজ্যটির অনেক এলাকা ‘লন্ডভন্ড’ হয়ে গেছে এবং জাতীয় আবহাওয়া সংস্থা ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে।
মিসিসিপির জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এমএসইএমএ) জানায়, ঘূর্ণিঝড়ে ওয়ালথল কাউন্টিতে একজন, লরেন্স কাউন্টিতে দু’জন ও জেফারসন কাউন্টিতে তিনজন মারা গেছে। এসব কাউন্টি রাজ্যটির দক্ষিণাংশে অবস্থিত। ওই সংস্থার দেয়া টুইটার বার্তায় বলা হয়, প্রাথমিকভাবে তারা ৬ জনের মৃত্যুর খবর জেনেছে এবং নতুন তথ্য পেলে তাও তারা জানাবে।
আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানায়, মিসিসিপির পাশাপাশি এর পার্শ্ববর্তী আলাবামা ও জর্জিয়া রাজ্যে রাত পর্যন্ত ‘ব্যাপক ঝড়বৃষ্টি’ অব্যাহত থাকতে পারে বলে তারা ধারণা করছে। মিসিসিপির গভর্নর টেট রীভেস এমন পরিস্থিতিতে রাজ্যের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এ প্রাকৃতিক দূর্যোগে মিসিসিপির বাসিন্দারা কোন সরকারি আশ্রয় কেন্দ্রে গেলে সেখানে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে তাদেরকে মাস্ক ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার কথা স্মরণ করিয়ে দেন তিনি।
বাসস/এমএজেড/১৩৪৯/জেহক