ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুতিন ও ট্রাম্প

274

মস্কো, ১৩ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তেলের পড়ে যাওয়া দাম বাড়ানোর লক্ষ্যে ওপেক প্লাস এ সিদ্ধান্ত নিয়েছে।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, টেলিফোন আলাপে উভয় নেতা ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সমঝোতার বিষয়ে গুরুত্বারোপ করেন। যৌথ ফোনালাপে সৌদি বাদশাহ সালমানও অংশ নিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।