বাসস বিদেশ-২ : বিগত ৩ সপ্তাহের বেশি সময়ের মধ্যে ইতালিতে করোনাভাইরাসে সবচেয়ে কম মৃত্যু

148

বাসস বিদেশ-২
ভাইরাস-ইতালি-মৃত্যু
বিগত ৩ সপ্তাহের বেশি সময়ের মধ্যে ইতালিতে করোনাভাইরাসে সবচেয়ে কম মৃত্যু
রোম, ১৩ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ইতালি রোববার জানিয়েছে, বিগত ৩ সপ্তাহের বেশি সময়ের মধ্যে তাদের দেশে করোনাভাইরাসে সবচেয়ে কম লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যদিয়ে ইউরোপের সবচেয়ে বেশি আক্রান্ত দেশটি কোভিড-১৯ ভাইরাসের চরম থাবা থেকে বেরিয়ে আসার লক্ষণ দেখা যাচ্ছে। খবর এএফপি’র।
বেসামরিক সুরক্ষা সংস্থা জানায়, ইতালিতে করোনাভাইরাসে নতুন করে ৪৩১ জনের মৃত্যু হয়েছে। গত ১৯ মার্চের পর থেকে দেশটিতে মৃতের এ সংখ্যা সবচেয়ে কম। এ নিয়ে ইতালির মোট মৃতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৮৯৯ জনে দাঁড়ালো। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকায় যুক্তরাষ্ট্রের
পেছনে চলে এসেছে। এর আগে বিশ্বের শীর্ষে থাকা ইতালির অবস্থান বর্তমানে দ্বিতীয়।
উপাত্ত থেকে জানা যায়, বর্তমানে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও জরুরি সেবা গ্রহণের লোকের সংখ্যা কমে আসছে। সরকারি হিসাব অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ২ হাজার ৫৩ জনে দাঁড়িয়েছে।
দেশটির বিভিন্ন হাসপাতালে শংকামুক্ত এমন রোগীর সংখ্যাও কমতে দেখা যাচ্ছে।
বেসামরিক সুরক্ষা সেবা সংস্থা প্রধান এঞ্জেলো বোরেলি সাংবাদিকদের বলেন, ‘আমাদের হাসপাতালগুলোর ওপর অব্যাহত রোগীর চাপ অনেকটা কমে গেছে।’
বাসস/এমএজেড/১১০২/আরজি