যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ১,৫১৪ জনের মৃত্যু : জনস হফকিন্স

286

ওয়াশিংটন, ১৩ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৪ জন প্রাণ হারিয়েছে। রোববার রাত সাড়ে ৮টায় (গ্রিনিচ মান সময় সোমবার ০০৩০টা) জনস হফকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রের মৃতের এ সংখ্যা আগের দিনের সংখার চেয়ে কম। আগের দিন দেশটিতে করোনাভাইরাসে ১ হাজার ৯২০ জন মারা যায়।
এনিয়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ২০ জনে দাঁড়ালো। এই সংখ্যা অন্য যেকোন দেশের চেয়ে অনেক বেশি।
বাল্টিমোর ভিত্তিক এ বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ ভাইরাসে ৫ লাখ ৫৫ হাজার ৩১৩ জন সংক্রমিত হয়েছে।