আমাদের সবাইকে আত্মত্যাগ করতে হবে : রোনাল্ডো

228

স্পেন, ১৩ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে বিপক্ষে লড়াই করতে হলে সকলকে আত্মত্যাগ করতে বলে মন্তব্য করলেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনাল্ডো।
বর্তমানে নিজ বাড়িতে গৃহবন্দি হয়েই আছেন তিনি। লা লিগা কর্তৃপক্ষের মাধ্যমে এক বিবৃতিতে রোনাল্ডো বলেন, ‘বিশ্বের সবার মতো আমিও কঠিন পরিস্থিতির মধ্যে আছি। এই রকম ভয়ংকর এক প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে গেলে আমাদের সবাইকে আত্মত্যাগ করতে হবে। রিয়াল ভায়াদোলিদে আমরা চেষ্টা করছি লড়াই চালিয়ে যাওয়ার। কাজটা খুবই কঠিন। কারণ অতীতে কখনও আমাদের এই পরিস্থিতির মুখে পড়তে হয়নি।’
গৃহবন্দি হয়েও করোনাভাইরাসের বিপক্ষে লড়াই করছেন সেটিও জানিয়েছেন রোনাল্ডো। তিনি বলেন, ‘আমরা বাড়ি থেকে কাজ করছি। ভিডিও কনফারেন্স করছি। লা লিগা, স্প্যানিশ ফুটবল সংস্থা, স্পেনের প্লেয়ার্স অ্যাসোসিয়েশন সবার সাথে আলোচনা চলছে। ঘর থেকেই যা করার করতে হবে, সব কিছু বন্ধ করে দিলে তো চলবে না। আমরা যতটা সম্ভব সব কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি।’
দুই আগে রিয়াল ভায়াদোলিদের ৫১ শতাংশ শেয়ার কিনে এই ক্লাবের মালিক হয়েছেন রোনাল্ডো। সেখানে নিজের অফিসও আছে তার। তার ক্লাব বর্তমানে মাস্ক তৈরি করছে বলে জানান রোনাল্ডো। তিনি বলেন, ‘কোভিড-১৯ মোকাবিলায় বিশেষ ‘মাস্ক’ তৈরি করছে ভায়াদোলিদ ক্লাব। ভায়াদোলিদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে এখন হাজার-হাজার ‘মাস্ক’ তৈরি করা হচ্ছে। যা দেয়া হবে স্পেনের স্বাস্থ্যকর্মীদের মধ্যে।’