আইপিএল সম্ভব, কিন্তু বিশ্বকাপ নয় : ম্যাক্সওয়েল

286

সিডনি, ১৩ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে কারণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-২০ ক্রিকেট লিগ আইপিএল নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। আইপিএলের ভবিষ্যত এখনো অনিশ্চিত। তবে আইপিএলের মালিকরা চাইছেন, যেকোন উপায়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হোক। প্রয়োজনে রুদ্ধদ্বার স্টেডিয়ামে হোক। করোনাভাইরাসের বিস্তারে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ নিয়ে শঙ্কা উঁকিঝুঁকি মারছে। তবে বিশ্বকাপ রূদ্ধদার স্টেডিয়ামে কোনভাবেই সম্ভব নয় বলে জানিয়ে দিলেন আয়োজক দেশ অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘রুদ্ধদ্বার স্টেডিয়ামে আইপিএল সম্ভব, বিশ্বকাপ নয়।’
অস্ট্রেলিয়ার একটি স্থানীয় পত্রিকাকে ম্যাক্সওয়েল আরও বলেন, ‘আইপিএলের জনপ্রিয়তা সারাবিশ্বে অনেক বেশি। তবে বিশ্বকাপের জন্য বিশ্বের সকল মানুষ মুখিয়ে থাকে। দর্শক শূন্য স্টেডিয়ামে আইপিএল হতেই পারে। কিন্তু রুদ্ধদ্বার স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের কথা ভাবাই যায় না। এটি সম্ভব নয়।’
দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমন ও মৃত্যু। তবে এই সংক্রমণ ঠেকাতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে বিশ্বের সকল দেশই। বিশ্বকাপ হতে এখনো পাঁচ মাস বাকী। করোনাভাইরাসের সংক্রমণ অস্ট্রেলিয়া সরকার কতটা ঠেকাতে পারবে তার উপর নির্ভর করছে নির্ধারিত সময়েই টি-২০ বিশ্বকাপ হবে কি-না!!
তবে ম্যাক্সওয়েল বিশ্বকাপ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মাঠে কোন দর্শকই থাকবে না এই অবস্থায় বিশ্বকাপ হবে, এমন কথা কেউ কল্পনাও করতে পারে না। তবে এখন যা অবস্থা তাতে টি-২০ বিশ্বকাপ হবে বলে তো আমার মনে হচ্ছে না। কোনভাবেই এই পরিস্থিতির উন্নতির কোন লক্ষণ দেখতে পারছি না বা হচ্ছে না।’