বাসস ক্রীড়া-৩ : সকলকে ঐক্যবদ্ধ থাকতে বললেন রোনাল্ডো

166

বাসস ক্রীড়া-৩
ফুটবল-রোনাল্ডো
সকলকে ঐক্যবদ্ধ থাকতে বললেন রোনাল্ডো
পর্তুগাল, ১৩ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে প্রভাবে বিশ্ব এখন কাঁপছে। করোনাভাইরাসের কারণে ভয়াবহ অবস্থা বিরাজ করছে পুরো বিশ্বে। এই পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে বললেন পর্তুগাল ও জুভেন্টাসের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে একটি পোস্টে বিশ্বের সকলকে একত্রে কাজ করার অনুরোধ করেন রোনাল্ডো।
টুইটারে পাশাপাশি দু’টি ছবি পোস্ট করেছেন রোনাল্ডো। একটি ছবিতে দেখা যায়, জন্মভূমি পর্তুগালের পতাকার রঙে একটি মাস্ক পরে আছেন ও অন্যটিতে ইতালির মাস্ক ব্যবহার করেছেন তিনি।
আর ক্যাপশনে রোনাল্ডো লিখেছেন, ‘বিশ্ব এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের সকলের ঐক্যবদ্ধ ও সচেতন থাকা।’
সকলকে ঘরে থাকার পরামর্শ দিয়ে রোনাল্ডো বলেন, ‘এই ভয়াবহ অবস্থায়, আমাদের সকলের উচিত চিকিৎসকদের পরামর্শ মেনে চলা। সকলে ঘরে থাকুন, সাবধানে থাকুন।’
বাসস/এএমটি/০৯৩৪/স্বব