বাসস দেশ-৭ : করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩৯, মারা গেছেন ৪ জন

124

বাসস দেশ-৭
করোনা-আক্রান্ত
করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১৩৯, মারা গেছেন ৪ জন
ঢাকা, ১২ এপ্রিল, ২০২০ (বাসস) : করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬২১ জনে।
এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় ৩ জন সুস্থ হয়ে বাড়ি গেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ এ তথ্য জানান।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসময় যুক্ত হন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. সানিয়া তাহমিনা। তিনিও করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য উপস্থাপন করেন।
ডা. ফ্লোরা জানান, আক্রান্ত ৬২১ জনের মধ্যে ঢাকায় ৫০ শতাংশ, ঢাকা বিভাগে ৩৫ শতাংশ ও চট্টগ্রাম বিভাগে ৬ শতাংশ রোগী রয়েছে।
তিনি জানান, নতুন সংক্রমিত জেলা হচ্ছে লক্ষীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও ঝালকাঠি।

বিস্তারিত আসছে—
বাসস/এএসজি/এমএসএইচ/১৫০৮/আরজি