বাসস দেশ-৪ : মন্দিরে না গিয়ে গৃহে নববর্ষের আনুষ্ঠানিকতা পালনের আহ্বান

121

বাসস দেশ-৪
নববর্ষ-মন্দির
মন্দিরে না গিয়ে গৃহে নববর্ষের আনুষ্ঠানিকতা পালনের আহ্বান
ঢাকা, ১২ এপ্রিল, ২০২০ (বাসস) : আগমীকাল চৈত্র সংক্রান্তি ও পরের দিন বাংলা নববর্ষে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির বা উপাসনালয়ে না গিয়ে নিজ নিজ গৃহে অবস্থান করে আনুষ্ঠানিকতা পালনের আহ্বান জানানো হয়েছে।
মহানগর সার্বজনীন পুজাকমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোররঞ্জন ম-ল আজ এক বিবৃতিতে এ আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি পরিস্থিতি বিবেচনা করে সরকারের নির্দেশ অনুয়ায়ী সনাতন ধর্মাবলম্বীদের প্রতি এ অনুরোধ জানানো হয়েছে।
বাসস/সবি/কেসি/১৪৩৫/আরজি