বাসস ক্রীড়া-৫ : ৩০ হাজার অসহায় মানুষকে খাবার দিবে আর্সেনাল

162

বাসস ক্রীড়া-৫
ফুটবল-আর্সেনাল
৩০ হাজার অসহায় মানুষকে খাবার দিবে আর্সেনাল
লন্ডন, ১২ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে অসহায় হয়ে পড়েছে বিশ্বের নিম্নশ্রেনির মানুষরা। তাদের সহায়তায় এগিয়ে আসছে সকলেই। সেই তালিকায় যোগ হলো ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাব আর্সেনাল।
৩০ হাজার অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করবে আর্সেনাল। এছাড়া আর্থিক সহায়তা ও জীবাণুমুক্ত থাকার জন্য প্রয়োজনীয় স্যানিটারি দ্রব্যাদিও বিতরণ করবে তারা।
নর্থ লন্ডনে ক্লাবটি স্থানীয় সংগঠনগুলোতে ১ লাখ পাউন্ড এবং কোভিড-১৯ মোকাবিলার জন্য গঠিত ফান্ডে ৫০ হাজার পাউন্ড অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এক বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, ‘এইচআইএস চার্চের সাথে ১৫ টন খাবার, অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র আইসলিংটনে পাঠানোর কাজ শুরু করেছে আর্সেনাল। জাতীয় স্বাস্থ্যসেবার কর্মীদের সাথে কাজ করার জন্য আর্সেনালের কমিউনিটি স্টাফরা স্বেচ্ছাসেবক হিসেবে নাম লিখিয়েছে। তারা অসহায়দের জন্য নিজেদের সেরাটা দিচ্ছে।’
বাসস/এএমটি/১০১০/স্বব