বাসস ক্রীড়া-৪ : করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি ডালগিলিশ

180

বাসস ক্রীড়া-৪
ফুটবল-ডালগিলিশ
করোনাভাইরাসে আক্রান্ত কিংবদন্তি ডালগিলিশ
লন্ডন, ১২ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের আক্রান্ত হলেন ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের কিংবদন্তি স্যার কেনি ডালগিলিশ। তার পরিবারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
অসুস্থ হয়ে হাসপাতালে যান ডালগিলিশ। করোনার কোন লক্ষণও তার মধ্যে ছিল না। তবে কোভিড-১৯ পরীক্ষায় তার শরীরে পজিটিভ ধরা পড়ে।
ডাগলিশের পরিবার জানিয়েছে, তিনি কিছুটা অসুস্থ ছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তির পর তার করোনা পজিটিভ হয়েছে।
খেলোয়াড়ি জীবনে জাতীয় দলের হয়ে ১০২ ম্যাচে ৩০টি গোল করেছেন ৬৯ বছর বয়সী ডালগিলিশ।
১৯৬৯ সালে স্কটল্যান্ডের সেল্টিক দিয়ে ক্লাব ক্যারিয়ার শুরু করেন ডালগিলিশ। ১৯৭৭ পর্যন্ত সেল্টিকে ২০৪ ম্যাচে ১১২টি গোল করেছেন তিনি। এরপর লিভারপুলে ১৩ বছর খেলেছেন। ৩৫৫ ম্যাচে ১১৮টি গোল করেছেন তিনি।
খেলোয়াড় থাকা অবস্থাতেই ১৯৮৫ সালে লিভারপুলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পান ডালগিলিশ। ১৯৯১ সাল পর্যন্ত প্রথম দফায় ও ২০১১-১২ সালে দ্বিতীয় দফায় লিভারপুলের কোচহন তিনি।
বাসস/এএমটি/১০১০/স্বব