বাসস দেশ-২৫ : বেনাপোল চেকপোস্ট দিয়ে আরো ৫৬ জন বাংলাদেশী দেশে ফিরেছেন

415

বাসস দেশ-২৫
বাংলাদেশী-দেশে ফিরা
বেনাপোল চেকপোস্ট দিয়ে আরো ৫৬ জন বাংলাদেশী দেশে ফিরেছেন
কোলকাতা, ১১ এপ্রিল, ২০২০ (বাসস) : ভারতের পশ্চিমবাংলার কোলকাতাসহ বিভিন্ন স্থান থেকে আজও ৫৬ জন আটকে পড়া বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
কোলকাতা উপ-হাইকমিশনের কন্স্যুলার মো. বশির উদ্দিন আজ বাসস-কে এই তথ্য জানিয়ে বলেন, এর মধ্যে তিন জন ক্যান্সার রোগী তাদেরকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে, অন্য ৫৩ জনকে ঝিকরগাছার কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এই ক’দিনে মোট ৪শ ৪৫ জন বাংলাদেশে ফিরেছেন জানিয়ে তিনি বলেন, ভারত সরকারের অনুমোদন সাপেক্ষে নিজ দায়িত্বে ফিরেছেন তারা।
তবে ভারত থেকে যাত্রীদের ফেরার ব্যাপারে সরকারি শর্ত রয়েছে যারাই ফিরবেন তাদেরকে সরকারী ব্যাবস্থায় কোয়ারেন্টাইনে থাকতে হবে। যারা ফিরেছেন তারা সবাই এই শর্ত মেনেই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকছেন।
বাসস/ডিএম/কেসি/২০৩২/স্বব