বাসস দেশ-২২ : নেদারল্যান্ডের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

170

বাসস দেশ-২২
স্পিকার-নেদারল্যান্ড
নেদারল্যান্ডের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ
ঢাকা, ১৫ জুলাই ২০১৮ (বাসস) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ নেদারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আয়োজিত রোমে আন্তর্জাতিক অপরাধ আদালতের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর স্মৃতিচারণ অনুষ্ঠানে যোগ দিবেন।
তিনি ১৭ জুলাই মানবাধিকার সম্পর্কিত এক সিম্পোজিয়ামে বক্তব্য দেয়া ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
গুরুত্বপূর্ণ এ সিম্পোজিয়ামে ‘রোম স্টাটিউট’এর প্রেসিডেন্ট ও-জন নোন, আইসিসির প্রেসিডেন্ট জাজ চিলিএ্যাবে-ওজুজি, আইসিসির প্রসিকিউটর ফাতু বেনসুডা অংশ নিবেন।
স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: আবদুর রব হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
স্পিকার আগামী ১৯ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
বাসস/সবি/এমআর/১৮২৮/-অমি