বাসস প্রধানমন্ত্রী-২ : প্রধানমন্ত্রীর আগামীকাল দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স

157

বাসস প্রধানমন্ত্রী-২
প্রধানমন্ত্রী-কোভিড-১৯-ভিডিও কনফারেন্স
প্রধানমন্ত্রীর আগামীকাল দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স
ঢাকা, ১১ এপ্রিল, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসসকে জানান, সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
গত ৭ এপ্রিল প্রধানমন্ত্রী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রতিনিধি, কর্মকর্তা ও জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন। সেখানে তিনি করোনাভাইরাস মোকাবিলার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন।
গত শুক্রবার পর্যন্ত এই মারাত্মক ভাইরাসে ২৭ জন মৃত্যুবরণ করেছে এবং সংক্রমিত হয়েছে ৪২৪ জন।
গত ৮ মার্চ দেশে প্রথমবারের মতো কোভিড-১৯ পজেটিভ রোগী শনাক্ত হয়।
বাসস/এসএইচ/অনুবাদ-কেজিএ/১৮০০/আরজি