হাসপাতালে হাঁটতে পারছেন বরিস জনসন, বৃটেনে ২৪ ঘন্টায় ৯৮০ জনের মৃত্যু

350

লন্ডন, ১১এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক): বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কোভিড- ১৯ এর চিকিৎসা নিয়ে ইনটেনসিভ কেয়ার ইউনিট ত্যাগ করার প্রায় ২৪ ঘন্টা পরে শুক্রবার হাসপাতালে হেঁটেছেন। এদিকে ভাইরাস মহামারিতে দেশটিতে প্রথমবারের মতো দৈনিক মুত্যুর সংখ্যা ১,০০০ এর কাছাকাছি পৌঁছেছে।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেছেন, “স্বাস্থ্যের উন্নতির জন্য সেবা গ্রহনের অংশ হিসেবে বিশ্রামের মাঝে প্রধানমন্ত্রী ছোট পদক্ষেপে হাঁটতে সক্ষম হয়ে উঠছেন।”
তিনি বলেন, “এই ভয়ংকর রোগে আক্রান্তদের নিয়েও তিনি চিন্তা করছেন।”
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লন্ডনের সেন্ট থমাস হসপিটালে ভর্তির তিনদিন পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিট ত্যাগ করেন।
বৃটেনের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশটিতে করোনায় ৯৮০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা দৈনিকের হিসাবে সর্বোচ্চ। এ নিয়ে হাসপাতালগুলোতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯,০০০ এবং আক্রান্তের সংখ্যা ৭৪,০০০ ছাড়িয়েছে।