বাসস ক্রীড়া-২ : করোনাভাইরাসে আক্রান্ত ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী হান্টার

259

বাসস ক্রীড়া-২
ফুটবল-হান্টার
করোনাভাইরাসে আক্রান্ত ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী হান্টার
লন্ডন, ১১ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার নরমান হান্টার। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।
৭৬ বছর বয়সী হান্টার কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছে তার সাবেক ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড।
এক বিবৃতিতে লিডস কর্তৃপক্ষ জানায়, ‘যুদ্ধে হাল ছেড়ো না হান্টার, আমরা সবাই তোমার সাথে আছি।’
ক্যারিয়ারের ১৫ বছরে লিডসের জার্সিতে ৭২৬টি ম্যাচ খেলেছেন হান্টার। দু’টি লিগ শিরোপাও জিতেছেন। ১৯৭৫ সালে লিডসের হয়ে ইউরোপীয়ান কাপের ফাইনালে খেলেছেন তিনি। তবে ঐ ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে হারে তার দল।
১৯৬৫ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন হান্টার। গোল করেছেন ২টি।
এছাড়া স্যার আল্ফ রামসে’র অধীনে ১৯৬৬ বিশ্বকাপ খেলেছেন হান্টার। ঐ আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো ইংল্যান্ড।
বাসস/এএমটি/০৯৫৫/স্বব