পাঁচ মাস পরের এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে : মানি

355

করাচি, ১১ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে থমকে গেছে বিশ্বের ক্রীড়াঙ্গন। অলিম্পিক থেকে শুরু করে বিভিন্ন দেশের ফুটবল লিগ, ইউরো কাপ, কোপা আমেরিকা, উইম্বলডন-ফরাসি ওপেন টেনিস, আইপিএল, দ্বিপাক্ষীক সিরিজ স্থগিত বা পিছিয়ে গেছে।
পাঁচ মাস পর আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ টি-২০ ক্রিকেট। তবে বর্তমান পরিস্থিতিতে এশিয়া কাপ নিয়ে এখনই অনিশ্চয়তা শুরু হয়ে গেছে।
এশিয়া কাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি বলেন, ‘এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এখনও অবশ্য কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। পুরো বিশ্ব জুড়ে সবকিছুই এখন অনিশ্চিত। সেপ্টেম্বরে পরিস্থিতি কী হবে তা এখনই বলা যাচ্ছে না। যত সময় গড়াচ্ছে পরিস্থিতি কঠিন হচ্ছে। এখনই এশিয়া কাপ নিয়ে স্পষ্ট কিছু বলা যাবে না। হয়তো চলতি মাসের শেষে একটা পরিষ্কার ধারনা পাওয়া যাবে।’
চলতি মাসের শেষে এশিয়া কাপ নিয়ে ধারনা পেলেই ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিষয়ে সিদ্বান্ত নিতে পারবেন বলে জানান মানি, ‘পাকিস্তানে এসে ভারত খেলতে চায় না। তাই সংযুক্ত আরব আমিরাত নিয়ে আলোচনা রয়েছে আমাদের। কিন্তু সেখানেও পরিস্থিতি এরকম। লকডাউন চলছে। পরিস্থিতি আরও খারাপ পারে বলে মনে হচ্ছে। ফলে, পুরো টুর্নামেন্ট নিয়ে সংশয় আছেই।’