বাসস ক্রীড়া-১৬ : ধারাভাষ্য ক্যারিয়ারের ইতি টানছেন হোল্ডিং

251

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-হোল্ডিং
ধারাভাষ্য ক্যারিয়ারের ইতি টানছেন হোল্ডিং
বার্বাডোজ, ১০ এপ্রিল ২০২০ (বাসস) : ২৯ বছরের ধারাভাষ্য ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক বিধ্বংসী পেসার মাইকেল হোল্ডিং।
আগামী বছর থেকে ধারাভাষ্য দেবেন না বলে জানিয়ে দিয়েছেন হোল্ডিং। অর্থাৎ, এ বছরটি শেষবারের মত ধারাভাষ্যে নিজেকে ব্যস্ত রাখতে চান তিনি।
বার্বাডোজে ‘ম্যাসন অ্যান্ড গেস্ট’ নামের এক রেডিও টক শো’তে ৬৬ বছর বয়সী হোল্ডিং বলেন, ‘এ বছর আর কতদিন ধারাভাষ্য দিতে পারবো জানি না। তবে এই বয়সে আমি আর নিজেকে এই কাজে দেখতে চাই না। আমার বয়স এখন ৬৬। আমি ৩৬ বা ৫৬ নই। তিন দশক ধরে ধারাভাষ্য দেওয়ার পর এই মৌসুম শেষেই মাইক্রোফোন তুলে রাখতে চাই।’
১৯৭৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হোল্ডিংএর। ১৯৮৭ সালে ক্রিকেটকে বিদায় জানান তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয় ৬০টি টেস্টে ২৪৯ উইকেট ও ১০২টি ওয়ানডেতে ১৪২টি উইকেট নিয়েছেন।
ক্রিকেটকে বিদায় বলার পর ২০০০ সালের শুরুতে ধারাভাষ্যে আসেন হোল্ডিং। ধারাভাষ্যে বেশ জনপ্রিয়তাও লাভ করেছেন তিনি। টিভির দর্শকদের মন জয় করে নিয়েছেন হোল্ডিং।
বাসস/এএমটি/১৮১৮/স্বব