বাসস বিদেশ-৩ : বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইনটেনসিভ কেয়ার থেকে ওয়ার্ডে ফিরেছেন

132

বাসস বিদেশ-৩
বৃটেন-জনসন -স্বাস্থ্য
বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইনটেনসিভ কেয়ার থেকে ওয়ার্ডে ফিরেছেন
লন্ডন, ১০ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কোভিড ১৯ আক্রান্ত হয়ে তিনদিন চিকিৎসা গ্রহণের পরে বৃহস্পতিবার ইনটেনসিভ কেয়ার ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর অফিস এ কথা জানায়।
এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় ইনটেনসিভ থেকে ওয়ার্ডে ফিরেছেন। তার স্বাস্থ্যের দ্রুত উন্নতির জন্য সখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।’ এতে বলা হয়, ‘তিনি মানসিকভাবে বেশ সবল রয়েছেন।’
এরআগে তার মুখপাত্র বলেছেন, সোমবার তাকে লন্ডনের সেন্ট থমাস হসপিটালে নিয়ে যাওয়ার পর ৫৫ বছর বয়সী এই কনজারভেটিভ নেতা ‘স্টান্ডার্ট অক্সিজেন ট্রিটমেন্ট’ গ্রহন করেন।
বৃটেনে জনসনের স্বাস্থ্যের বিষয়টি অনেক গুরত্ব পেয়েছে, জনগণের মাঝে এই ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়াতেও উদ্বেগের সৃষ্টি হয়েছে, ফলে সরকার ২৩ মার্চ থেকে জারি হওয়া লকডাউনের মেয়াদ বাড়িয়েছে।
সরকার বৃহস্পতিবার করোনাভাইরাসে আরো ৮৮১ জনের মৃত্যুর ঘোষণা দিয়েছে, এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৯৭৮ জন।
বাসস/এএফপি/অনু-এমএবি/১২১০/আরজি