বাসস ক্রীড়া-৫ : বান্ধবীকে নিয়ে ত্রাণ বিতরণ করলেন কস্তা

225

বাসস ক্রীড়া-৫
ফুটবল-কস্তা
বান্ধবীকে নিয়ে ত্রাণ বিতরণ করলেন কস্তা
সাও পাওলো, ১০ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে অসহায়ের মাঝে দিন কাটাচ্ছে পুরো বিশ্বের মানুষজন। যারা দুস্থ বা অসহায়, কষ্টের মধ্যে দিয়েই দিন পার করছেন তারা। বিভিন্ন দেশে লকডাউনের কারণে অসহায়ত্ব তিনগুন বেড়ে গেছে। এক বেলা খাবার যোগাড় করতেই হিমশিম তারা। তবে অসহায়-দুস্থ মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন অনেকেই। তারকা খেলোয়াড়রাও নিজেদের সাধ্যমতো চেষ্টা করছেন অসহায়দের পাশে দাঁড়ানোর।
ঠিক তেমনি, ব্রাজিলিয়ান ফুটবল তারকা উইঙ্গার ডগলাস কস্তা, অসহায়-দুস্থদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলেন। নিজ দেশের অসহায়-দুস্থ মানুষদের মাঝে ত্রান বিতরন করলেন কস্তা।
গার্লফ্রেন্ড মডেল নাথালিয়া ফেলিক্সকে নিয়ে রাস্তার অসহায় মানুষদের সাহায্যার্থে সহায়তা করেছেন কস্তা। গাড়ি ভর্তি ত্রাণ নিয়ে সারাদিন ধরেই ত্রান দিয়েছেন কস্তা।
সেটি আবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্টও করেছেন দেশের জার্সি গায়ে ৩১টি ম্যাচ খেলা কস্তা। ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের কস্তা লিখেন, ‘আজ আমরা অসহায়দের সাহায্য করার মহৎ আকাঙ্খা নিয়ে বের হয়েছিলাম। যতটা সম্ভব সহায়তা করতে পেরেছি।’
সাথে-সাথে কস্তার বান্ধবী কয়েকটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। তিনি লিখেন, ‘আমাদের পুরো দিনের কাজের সারসংক্ষেপ। অভাবী মানুষদের সাহায্য করলাম আমরা।’
বাসস/এএমটি/১০০৫/স্বব