করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮,৯৮১

460

প্যারিস, ৯ এপ্রিল, ২০২০(বাসস ডেস্ক) : বিশ্বজুড়ে বৃহস্পতিবার করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮,৯৮১ জন। এএফপি’র উপাত্ত থেকে এ কথা জানা গেছে।
সূত্র মতে, বিশ্বের ১৯২ টি দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১,৫১৯,২৬০ জনেরও বেশি । সুস্থ হয়েছে ৩১২,১০০ জন।
এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩৯,৪২২ জন। মারা গেছে ১৭,৬৬৯ জন।
স্পেনে ১৫, ২৩৮জন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ১৫২, ৪৪৬ জন।
তৃতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড যুক্তরাষ্ট্রে। দেশটিতে মারা গেছে ১৪, ৮১৭ জন। আক্রান্ত হয়েছে ৪৩২,১৩২ জন। আক্রান্তের দিক থেকে বিশ্বে সর্বোচ্চ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
ফ্রান্সে মারা গেছে ১০, ৮৬৯ জন। আক্রান্ত হয়েছে ১১২,৯৫০ জন।
ব্রিটেনে মারা গেছে ৭,০৯৭ জন। আক্রান্ত হয়েছে ৬০,৭৩৩ জন।
বুধবার গ্রিনিচ মান সময় ১৯০০ টায় সোমালিয়া তার দেশে করোনায় প্রথম মৃত্যুর কথা ঘোষণা করে।