বাসস দেশ-১৮ : বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার বিদ্যমান সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ

173

বাসস দেশ-১৮
চিফ হুইপ-দ:কোরিয়া
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার বিদ্যমান সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্বারোপ
ঢাকা, ১৫ জুলাই, ২০১৮ (বাসস) : বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারী ফ্রেন্ডসিপ গ্রুপের প্রস্তুতিমূলক সভায় দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
চিফ হুইপ আ. স. ম ফিরোজের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আ. ফ. ম রুহুল হক, মুহিবুর রহমান মানিক, পিনু খান, ফকরুল ইমাম, ফজলে হোসেন বাদশা এবং ইউসুফ আবদুল্লাহ হারুন উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৭৩৫/- জেজেড