বাসস দেশ-১৩ : দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ১১২ জন

141

বাসস দেশ-১৩
করোনা-আক্রান্ত
দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ১১২ জন
ঢাকা, ৯ এপ্রিল, ২০২০ (বাসস) : গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জন মারা গেছে। এ সময়ে এই ভাইরাসে আক্রান্ত সনাক্ত হয়েছে ১১২ জন।
আজ ১ জনের মৃত্যু দিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জন।
দেশে এ পযর্ন্ত করোনা আক্রান্ত ৩৩০ জন রোগী শনাক্ত হয়েছে। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে অনলাইনে নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ এ তথ্য জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, বেসরকারি মেডিকেল কলেজ এসোসিয়েশনের সভাপতি মোবিন খান, আনোয়ার খান মডার্ন হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার খান এমপি ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. সানিয়া তাহমিনা ও রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিয়ার) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ সময় অনলাইনে যুক্ত হয়ে সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
বাসস/এএসজি/এমএসএইচ/১৬১২/অমি