বাসস দেশ-১৬ : কোন ভাবেই শিশুদেরকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা যাবে না : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

203

বাসস দেশ-১৬
মুজিবুল-কর্মশালা
কোন ভাবেই শিশুদেরকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা যাবে না : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
কুষ্টিয়া, ১৫ জুলাই, ২০১৮ (বাসস) : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, কোন ভাবেই শিশুদেরকে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা যাবে না। বর্তমান সরকার শিশু শ্রম নিরসন ও শিশুদের সুরক্ষায় ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
কুষ্টিয়ায় ঝুকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী একথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের আয়োজনে রোববার দুপুরে কুষ্টিয়া দিশা টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক বিশ্বে শিশুদের জন্য শিক্ষা, চিকিৎসা ও বিনোদনের আধুনিক ব্যবস্থা রয়েছে। সেই আলোকেই আমাদের দেশেও শিশুদের আধিকার নিশ্চিত করতে ও আইন প্রণয়ন করা হয়েছে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল হতে আহত বা অসুস্থ শ্রমিক ও শ্রমিকের পরিবারের চিকিৎসা, তাদের মেধাবী সন্তানদের জন্য চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাসস/সংবাদদাতা/এমএন/১৭২৫/কেকে