বাসস ক্রীড়া-১৪ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা মেনে চলুন : রানা

238

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-রানা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা মেনে চলুন : রানা
ঢাকা, ৮ এপ্রিল ২০২০ (বাসস) : দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমন। তবে এই সংক্রমনে আক্রান্তদের সুস্থ করে তুলতে সর্বাত্মক কাজ করছে চিৎিসক-নার্সরা। হাসপাতালের বাইরে এই ভাইরাসের বিপক্ষে লড়ছে আইন-শৃঙ্খলাবাহিনী-সেচ্ছাসেবক ও বিত্তশালীরা।
এরমধ্যেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের দিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানালেন বাংলাদেশ ফুটবল দলের গোলরক্ষক আশরাফুল রানা। এশীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি এশিয়ার ফুটবলারদের নিয়ে শুরু করা ‘ব্রেক দি চেইন’ ক্যাম্পেইনের মাধ্যমে বার্তা দিয়েছেন রানা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় রানা বলেন, ‘দয়া করে সবাই বাড়িতে থাকুন। কোভিড-১৯ রোধে অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমাদের সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলুন। আপনার হাত নিয়মিত সাবান দিয়ে ধুবেন এবং বাড়িতে থাকুন। শিকল ভাঙতে আসুন আমরা নিজেদের কাজটা করি।’
বাসস/এএমটি/১৯১০/স্বব