বাসস বিদেশ-১০ : ইরানের ঋণ আবেদন অনুমোদন করতে আইএমএফের প্রতি তেহরানের আহ্বান

160

বাসস বিদেশ-১০
ভাইরাস-ইরান-আইএমএফ
ইরানের ঋণ আবেদন অনুমোদন করতে আইএমএফের প্রতি তেহরানের আহ্বান
তেহরান, ৮ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তাদের দেশে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস মোকাবেলায় ৫শ’ কোটি ডলারের জরুরি ঋণের আবেদন অনুমোদন করতে বুধবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতি আহ্বান জানিয়েছেন। খবর এএফপি’র।
মন্ত্রি পরিষদের বৈঠক চলাকালে রুহানি বলেন, ‘আমি বিশ্বের সকল আন্তর্জাতিক সংস্থাকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’
টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘আমরা আইএমএফের সদস্য। ইরান ও অন্যান্য দেশকে ঋণ দেয়ার ক্ষেত্রে যদি কোন বৈষম্য করা হয়, তাহলে আমরা বা বিশ্ব কোন পক্ষই এটা বরদাস্ত করবে না।’
ইরান গত ১২ মার্চ ঘোষণা দিয়েছে যে তারা করোনাভাইরাস মোকাবেলায় আইএমএফের কাছে ঋণের আবেদন জানিয়েছে। ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের যে ক’টি দেশে সবচেয়ে ভয়াবহ মাত্রায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সেসব দেশের মধ্যে অন্যতম একটি দেশ হচ্ছে ইরান।
আইএমএফের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৬০ ও ১৯৬২ সালে ‘তাৎক্ষণিত ঋণের’ ঘোষণা দেয়ার পর থেকে ইরান আইএমএফের কাছ থেকে কোন সহযোগিতা গ্রহণ করেনি।
আইএমএফের ওয়েবসাইটে বলা হয়েছে, সংস্থাটির সকল সদস্য দেশের জরুরী প্রয়োজনে অর্থ যোগান দিতে আইএমএফের হাতে র‌্যাপিড ফিন্যান্সিয়াল ইন্সট্রুমেন্ট পর্যাপ্ত রয়েছে।
ইরান জানায়, তাদের দেশে ৬২ হাজার ৫০০ জনের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং ৩ হাজার ৮০০ জন মারা গেছে।
তবে দেশটিতে আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হবে বলে দেশের বাইরে গুজব রয়েছে।
রুহানি বলেন, ‘এই কঠিন সময়ে যদি তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন না করে তাহলে বিশ্ব অন্যভাবে তাদের বিচার করবে।’
বাসস/এমএজেড/১৭২৫/-অমি