বাসস ক্রীড়া-৫ : ১০ হাজার কেজি চাল ও ৭শ কেজি আলু পাঠান ভ্রাতাদ্বয়

162

বাসস ক্রীড়া-৫
ক্রিকেট-পাঠান
১০ হাজার কেজি চাল ও ৭শ কেজি আলু পাঠান ভ্রাতাদ্বয়
নয়াদিল্লি, ৮ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসে ২১ দিনের লকডাউনে পুরো ভারত। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছে নি¤œশ্রেণির মানুষরা। বিত্তশালীদের পাশাপাশি ক্রীড়াঙ্গনের তারকাও অসহায়দের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলীসহ আরও অকে ভারতীয় তারকারা আর্থিক ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করছেন। এবার সেই তালিকায় নাম তুললেন ভারতের সাবেক দুই খেলোয়াড় দুই ভাই ইউসুফ ও ইরফান পাঠান।
পাঠান ভাইরা গরিবদের সাহায্যে ১০ হাজার কেজি চাল ও ৭শ কেজি আলু দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমনটা নিশ্চিত করেছেন দুই ভাই।
ইউসুফ ও ইরফান বলেছেন, ‘এই কঠিন সময়ে আমরা সম্ভাব্য সব রকম উপায়ে সরকারের পাশে রয়েছি। আগামী কয়েক দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের সমস্ত নাগরিককে আমরা ঘরে থাকার আবেদন করছি। নিজেদের ও চারপাশের সবার শরীরের দিকে খেয়াল রাখুন। আমরা যথসম্ভব সহায়তা করবো।’
বাসস/এএমটি/১০১০/স্বব