রাখী দাশ পুরকায়স্থ’র মৃত্যুতে মহিলা পরিষদের ৩ দিনের শোক ঘোষণা

508

ঢাকা, ৭ এপ্রিল, ২০২০ (বাসস) : নারী আন্দোলনের নেত্রী ও সংগঠক, মুক্তিযোদ্ধা রাখী দাশ পুরকায়স্থ’র মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ ৩ দিনের শোক ঘোষণা করেছে।
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড রাখী দাশ পুরকায়স্থ সোমবার ভারতের গৌহাটি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন।
আজ সংঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরাখী দাশ পুরকায়স্থের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটি এবং সকল জেলা ৩ দিনের শোক পালন করবে।
মহিলা পরিষদেও সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু
আজ এক বিবৃতিতে বলেন, রাখী দাশ বাংলাদেশের প্রগতিশীল, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে আজীবন সক্রিয় ভূমিকা পালন করেন। মহিলা পরিষদ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছে। তাঁর মৃত্যুতে সংগঠন একজন নারীর মানবাধিকার আন্দোলনের একনিষ্ঠ কর্মীকে হারালো।