ঢাকায় শনাক্ত করোনা রোগীর সাতকানিয়ার বাড়িসহ ৩ বাড়ি লকডাউন

471

চট্টগ্রাম, ০৭ এপ্রিল ২০২০ (বাসস) : ঢাকায় করোনাভাইরাস শনাক্ত হওয়া চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের এক বাসিন্দার বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার বিকেলে সোনাকানিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ওই তিনটি বাড়ি লকডাউন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম।
তিনি জানান, ঢাকায় শনাক্ত হওয়া করোনা রোগী নারায়ণগঞ্জে ব্যবসা করেন। গত সপ্তাহে সোনাকানিয়াতে এক রাত ছিলেন তিনি। ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।। অন্য বাড়ি দুটি আক্রান্ত ব্যক্তির প্রতিষ্ঠানের কর্মচারীর।
এর আগে মঙ্গলবার দুপুরে আইইডিসিআর জানায়, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৪১ জনের মধ্যে চট্টগ্রামের একজন রয়েছেন। বর্তমানে তিনি ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।