বাসস দেশ-১১ : রাশেদ খান মেনন দ্রুত সুস্থ হয়ে উঠছেন

200

বাসস দেশ-১১
মেনন – সুস্থ
রাশেদ খান মেনন দ্রুত সুস্থ হয়ে উঠছেন
ঢাকা,১৫ জুলাই,২০১৮ (বাসস) : সমাজকল্যাণ মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন
দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
গত ৫ জুলাই বৃহস্পতিবার প্রাতভ্রমণে নিজ বাসভবনে পায়চারি করার সময় পা পিছলে পড়ে গিয়ে বাঁ-পায়ের হাড় ভেঙ্গে গেলে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ১০ জুলাই তার পায়ে সফল অস্ত্রপচার করা হয়।
শনিবার থেকেই সমাজকল্যাণ মন্ত্রী সকাল ও সন্ধ্যা দু-বেলা স্ক্রা” – হুইল চেয়ারে ভর দিয়ে ৪/৫ মিনিট করে হাসপাতালে নিজ কেবিনেই পায়চারি করা শুরু করেছেন।
সমাজকল্যাণ মন্ত্রীর তথ্য কর্মকর্তা জানান, তিনি (মেনন) বলেন,‘অপারেশনের কারণে পায়ে প্রচন্ড ব্যথা থাকলেও সকলের দোয়া ও প্রার্থনায় ১৪ জুলাই, শনিবার থেকেই সকাল ও সন্ধ্যায় স্ক্রাচ হুইল চেয়ারে ভর দিয়ে রুমের মধ্যেই ৩-৪ মিনিট করে হাটতে চেষ্টা করছি।’
সমাজকল্যাণ মন্ত্রী বর্তমানে ভিনু ম্যাথুউ চেরিয়ানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বাসস/সবি/জেডআরএম/১৬০০/-শহক