বাসস দেশ-৭ : বঙ্গবন্ধুর প্রতি রাজনাথের শ্রদ্ধা নিবেদন

171

বাসস দেশ-৭
রাজনাথ-বঙ্গবন্ধু-শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর প্রতি রাজনাথের শ্রদ্ধা নিবেদন
ঢাকা, ১৫ জুলাই, ২০১৮ (বাসস) : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ সকালে রাজধানীতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাদুঘরের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।
পরিদর্শক বইয়ে রাজনাথ সিং লিখেছেন, বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে কেবল বাংলাদেশেই নয়, গোটা বিশ্বের মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোক বইয়ে তিনি লেখেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি পরিদর্শন করে তিনি অত্যন্ত আপ্লুত হয়েছেন।
পরিদর্শন শেষে টুইটারে এক পোস্টে তিনি এ বিষয় গভীর শ্রদ্ধার অনুভূতি ব্যক্ত করেন।
টুইটারে তিনি লেখেন, বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছি এবং বাংলাদেশের জাতির পিতা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধা জানিয়েছি। তিনি ও তাঁর পরিবারের সদস্যদের শহীদ হওয়ার স্থানটি দেখে গভীরভাবে বিচলিত হয়েছি।
তিনি লিখেছেন, বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়ায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। সিং ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং প্রার্থনা করেন।
বাসস/এসএএস/এএনসি/এমএবি/১৫৫০/আরজি